মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ মমতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জী।
পশ্চিমবঙ্গের খড়গপুরের এক জনসভায় মমতা ব্যানার্জি বলেন, হিন্দু জাতীয়তাবাদী দল- বিজেপি, পশ্চিমবঙ্গে সঙ্কীর্ণমনা ও বৈষম্যমূলক বিভেদের রাজনীতি ঢোকানোর অপচেষ্টা করছে। মোদির দলের চ্যালেঞ্জকে মমতা ব্যানার্জি তুলে ধরেন সে রাজ্যের বাঙালিদের বিরুদ্ধে বহিরাগতদের লড়াই হিসেবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে ২৭শে মার্চ। চার সপ্তাহ ধরে আটটি পর্যায়ে এই ভোটগ্রহণ চলবে।










