নদী শাসন না থাকায় আগের অবস্থায় ফিরে যাচ্ছে ভৈরব নদী

- আপডেট সময় : ০৬:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
মেহেরপুরে খননের পর নদী শাসনের কোনো পদক্ষেপ না নেয়ায় পাড় ভেঙ্গে ও নাব্য হারিয়ে আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে ভৈরব নদী। উৎস মুখ খনন না করায়, পানি প্রবাহের অভাবে পুরো নদী এখন কচুরীপানার দখলে।
মেহেরপুরবাসীর অনেক দিনের দাবির প্রেক্ষিতে, ২০১৭ সালে প্রায় ৭২ কোটি টাকা ব্যয়ে খনন করা হয় ভৈরব নদীর ২৯ কিলোমিটার এলাকা। খননের পর নদীতে গোসল, মাছ ধরা, সেচসহ বিভিন্ন সুবিধা পাচ্ছিল স্থানীয়রা। কিন্তু, নদী শাসন ও পানি প্রবাহ না থাকায় কচুরিপানাসহ বিভিন্ন আগাছায় ভরে গেছে। এর সাথে যোগ হয়েছে পৌরসভার নর্দমা। ফলে, দিন দিন ব্যবহার অযোগ্য হচ্ছে নদীর পানি।
খননের ফলে জীব-বৈচিত্র ও পরিবেশ প্রান ফিরে পেয়েছিল। আবারও তা হারিয়ে যাচ্ছে বলে সতর্ক করেন, পরিবেশবিদরা।নদীর উৎস মুখে প্রায় তিন কিলোমিটার খনন না করায়, পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করে, সচেতন মহল।নতুন প্রকল্পের মাধ্যমে খননসহ নদী শাসনের ব্যবস্থা করা হবে বলে জানান, জেলা প্রশাসক।
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের আন্তঃসীমান্ত নদী, ভৈরব। সীমান্তে ক্রসবাঁধ ও জলঙ্গি নদীতে রেগুলেটরের মাধ্যমে একতরফাভাবে পানি ব্যবহার করছে ভারত। পানি প্রবাহ দিন দিন কমে যাওয়ায় নাব্য হারাচ্ছে নদীটি। এর প্রায় আড়াই’শ কিলোমিটারের ৭৮ কিলোমিটার মেহেরপুরে প্রবাহিত হচ্ছে।