হেফাজতের হরতালে বাধা না দেয়ার আহবান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর
- আপডেট সময় : ০৮:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
হেফাজতের হরতালে বাধা না দেয়ার আহবান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।
দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভাসানী অনুসারী পরিষদ’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। হেফাজত ইসলামের সমর্থকদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি। হরতাল ডাকার মৌলিক অধিকার সবার রয়েছে দাবি করে তিনি হেফাজতের হরতালে বাধা না দেয়ার পরামর্শ দেন। এসময় তিনি সবাইকে এই হরতালে সমর্থন দেয়ার আহবান জানান। এসময় তিনি আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো সরকারের ভুল ছিল। স্বাধীনতা দিবসে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধার সমালোচনা করেন তিনি। আর প্রতিবাদ সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে ৯ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এসময় রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কর্মসূচি পালন করায় তাদেরকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।























