সিলেট থেকে জামায়াত শিবিরের ১৪ নেতাকর্মী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সিলেট নগরীর নয়াসড়ক থেকে জামায়াত শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
ঢাকা, চট্টগ্রাম ও বাহ্মণবাড়িয়ায় মোদীবিরোধী কর্মসূচিতে পুলিশের হামলা ও নিহত হওয়ার ঘটনায় জামাত-শিবিরের নেতাকর্মীরা নয়াসড়ক এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁধা দেয় তাদের। বিক্ষোভকারীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে। এসময় জামাত শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। একই সাথে ১৩টি মোটর সাইকেল জব্দ করা হয়। এদিকে, নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন।























