গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন মোদী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সকাল ১১ টার পরে মোদী টুঙ্গিপাড়ায় পৌঁছেন। টুঙ্গিপাড়া থেকে এখন তিনি গোপালগঞ্জে। সেখানে মতুয়া সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় এবং এই সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেবেন মোদি। এর আগে সাতক্ষীরার যশোরেশ্বরী কালিমন্দিরের আনুষ্ঠানিকতা শেষে গোপালগঞ্জের উদ্দেশে রওয়ানা হন। সকাল ১০টার দিকে হেলিকপ্টার যোগে শ্যামনগর পৌঁছান নরেন্দ্র মোদী। পূজা দেন যশোরেশ্বরী কালীমন্দিরে।দুপুরে তিনি ঢাকায় ফিরবেন। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্তে বৈঠক রয়েছে তার। শেষে যাবেন বঙ্গভবনে। সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ঢাকা ছেড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।




















