সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
আজ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা একাত্তরের বীর শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করছে পুরো জাতি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
পরে তাঁরা মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন। বিউগলে বেজে ওঠে করুণ সুর । এসময় মন্ত্রিপরিষদ সদস্য, এমপি এবং তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।























