যুক্তরাষ্ট্রের একটি বাজারে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৭২৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি বাজারে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। ওই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তারা এবং দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
গোলাগুলির ঘটনা লাইভ স্ট্রিমে দেখেছে প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে তা ইউটিউবেও প্রচার হয়। কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এছাড়া সন্দেহভাজন বন্দুকধারীর বিষয়েও তেমন কিছু জানা যায়নি। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইসার এক বিবৃতিতে ওই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।