কুড়িগ্রামে যুবলীগ ও ছাত্রলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:১২ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা ও কলেজ শিক্ষকের হাত কর্তন ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক খ.ম আনিছুর রহমান চাঁদসহ দলের অন্যান্য নেতারা। বক্তারা বলেন, গত ১৬ মার্চ রাজারহাটের ছিনাই এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক আতাউর রহমান মিন্টুর একহাত কর্তনসহ তাকে হত্যা করার জন্য শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রদিয়ে ক্ষত বিক্ষত করা হয়। এখন সে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়ের হলেও ৫দিনে কোন আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। বক্তারা দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান।























