এভারটনের মাঠে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি
- আপডেট সময় : ০১:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
এফএ কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এভারটনের মাঠে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। লা লিগায় সেলতা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বুন্ডেসলিগায় স্টুটগার্টকে ঘরের মাঠে ৪-০ গোলে উড়িয়ে জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ।
গুডিসন পার্কে ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করে এভারটন। ৮৪ মিনিটে গুনদোয়ানের হেড থেকে করা গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ইনজুরি টাইমে হার্নান্দেজের অ্যাসিস্টে লিড ডাবল করেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুয়াইনা।
লা লিগায় সেলতা ভিগোর মাঠে ম্যাচের শুরুতেই মিডফিল্ডার টনি ক্রুসের সহায়তায় বল জালে জড়িয়ে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড করিম বেনজেমা। দশ মিনিট পর আবারও টনি ক্রুসের অ্যাসিস্টেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ইনজুরি টাইমে আসেনসিওর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।
এদিকে, বুন্ডেসলিগায় ঘরের মাঠে ম্যাচের মাত্র ১২ মিনিটে স্টুটগার্ট ডিফেন্ডার ওয়াতারু এন্দোকে ফাউল করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার আলফনসো ডেভিস। লালকার্ডের ৫ মিনিটের মাথায় রবার্ট লেওয়ানডোস্কির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। খানিক বাদে সানের অ্যাসিস্টে গোল করেন গেনাব্রি। পরের মিনিটেই আরও একবার বল জালে জড়ান পোলিশ ফরোয়ার্ড লেওয়ানডোস্কি। হাফটাইমের আগে নিজের হ্যাটট্রিক তুলে নেন লেওয়ানডোস্কি।























