রাজনৈতিক বিরোধের জেরে গাড়ি চাপায় আহত কুমিল্লা যুবলীগের নেতা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রাজনৈতিক বিরোধের জের ধরে গাড়ি চাপায় গুরুতর আহত হয়েছেন কুমিল্লা মহানগর যুবলীগের এক নেতা।
শুক্রবার বিকালে একটি মিছিল চলাকালে নগরীর ছাতিপট্টি এলাকায় অজিতগুহ কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত রোকন উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি কুমিল্লা মহানগর যুবলীগের নেতা। এদিকে হত্যাচেষ্টার অভিযোগে সন্ধ্যায় নগরীর কাশারীপট্টি এলাকা থেকে কাউন্সিলর সাইফুল বিন জলিলকে আটক করে পুলিশ। রোকনউদ্দিন নিজেই বাদী হয়ে কাউন্সিলর সাইফুল বিন জলিলকে প্রধান আসামী করে একটি মামলা করেন। হামলার পর কাউন্সিলর সাইফুলকে আটক করতে গেলে অস্ত্রসহ সে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এ ঘটনাসহ অপর একটি ঘটনার দুটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।