বিটুলী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৬০৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিটুলী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
এলাকাবাসী জানায়, শনিবার ভোরে সীমান্তে কয়েকটি গুলির শব্দ শোনা যায়। সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন সীমান্তখুঁটির কাছে শূন্যরেখায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র স্থানীয় ফুলতলা ক্যাম্পে জানানো হলে বিজিবির লোকজন ঘটনাস্থলে যান। পরে স্বজনরা গরু ব্যবসায়ী বাপ্পার মরদেহ শনাক্ত করেন। বিজিবির ৫২ ব্যাটালিয়নের ফুলতলা ক্যাম্পের কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন বলেন, তারা সীমান্তে এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর শুনেছেন। ওই ব্যক্তি বাংলাদেশি কি না তা খোঁজ নেয়া হচ্ছে। এবিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।















