পাবনাতে শুরু হয়েছে বইমেলা

- আপডেট সময় : ০৫:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
পাবনাতে শুরু হয়েছে ২৫ দিন ব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রর্দশনী।
ঢাকার পাশাপাশি প্রতিবছরের মত জেলা শহর পাবনাতেও শুরু হয়েছে ২৫দিন ব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রর্দশনী।পাবনার শতবর্ষের ঐতিহ্যাবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায়, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে শুক্রবার রাতে বইমেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক মোহম্মদ কামরুজ্জামান। এর আগে সন্ধায় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শতবর্ষের সংগৃহীত সপ্তাহব্যাপী পুস্তক প্রর্দশনীর উদ্বোধন করা হয়।
এদিকে, কুড়িগ্রামের সদ্য প্রয়াত লেখক সিরাজুল ইসলাম মিঞার ‘বার্ধক্যের হাসি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এসময় বক্তারা বলেন, লেখক সিরাজুল ইসলাম শৈশব থেকেই লেখা লেখির সাথে জড়িত ছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি তিনি মারা যান। এটি তার ৩য় কাব্যগ্রন্থ ছিলো, যা তার মৃত্যুর পর প্রকাশিত হলো।