বিশ্বব্যাপী করোনায় আরও ১০ হাজার ৪৭৩ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ১০ হাজার ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৭ লাখ ৩ হাজার ছাড়িয়ে গেছে।
একদিনে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৫ লাখ ৪৬ হাজার জন। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১২ কোটি ২৩ লাখ সাড়ে ৬৭ হাজারের বেশি। কোভিড-১৯ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বিশ্বে। কোনো কোনো দেশে দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলছে। আবার কোথাও করোনাভাইরাসের নতুন ধরন দেখা দিয়েছে। ইতোমধ্যে মহামারিতে মৃত্যুর নতুন মাইলফলক ছাড়িয়ে গেছে। এমতাবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে লকডাউন দেয়া হচ্ছে। আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, শুক্রবার বেলা ১১টায় করোনায় মৃত্যুর নতুন মাইলফলক হয়েছে; মারা গেছেন ২৭ লাখ ৩ হাজার ২৫৫ জন। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ২৩ লাখ ৭৬ হাজার ৯০২ জন।আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৩৩৮ জন।