প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে এখন টিম বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে এখন টিম বাংলাদেশ। ওয়ানডে সিরিজকে সামনে রেখে সেখানে প্রথম দিনে দলগত অনুশীলন সেরেছে টাইগাররা।
ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। এর আগে, ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প করেছিলো বাংলাদেশ। যেখানে তামিম ইকবাল ও নাজমুল শান্ত’র নেতৃত্বে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে টাইগাররা। এদিকে, নিউজিল্যান্ডের মাটিতে এখনও জয় অধরা বাংলাদেশের। তিন ফরম্যাটে ২৬ ম্যাচ খেলেও জয় পায়নি টাইগাররা। তাই চাপ থাকলেও এবার কিউইদের বিপক্ষে ইতিহাস রচনা করতে চায় কোচ রাসেল ডমিঙ্গো। তরুণ পেসারদের নিয়ে চমকে দিতে চান সফরকারীদের। শনিবার ভোর ৪টায় নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ।























