কচুরিপানায় তৈরি নানা ধরনের হস্তশিল্প রপ্তানি হচ্ছে ইউরোপ আমেরিকা ও কানাডায়
- আপডেট সময় : ০৯:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
গাইবান্ধা থেকে কচুরিপানায় তৈরি ফুলের টব, হ্যান্ড ব্যাগ, পাপস, ঝুঁড়িসহ নানা ধরনের হস্তশিল্প রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা ও কানাডায়। উৎপাদন বাড়াতে সহযোগিতার দরকার বলে জানান, উদ্যোক্তারা। সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
গাইবান্ধা সদর উপজেলার মদনের পাড়ার যুবক সুভাষ চন্দ্র বর্মন ঢাকায় কাজ শিখে, ২০১৬ সালে নিজ গ্রামে গড়ে তোলেন কুটির শিল্প প্রতিষ্ঠান। বিশেষভাবে প্রক্রিয়াজাত করা শুকনো কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ফুলের টব, ব্যাগসহ নানা ধরণের সামগ্রী। ছোট পরিসরে শুরু হলেও, এখন চারটি এলাকায় কাজ করছে আড়াই শতাধিক নারী ও কিশোরী। অনেক শিক্ষার্থীও এখানে কাজ করছে।
দেশে এসব পণ্যের চাহিদা কম হলেও রপ্তানি হচ্ছে বিদেশে। সরকারি সহযোগিতা পেলে উৎপাদন বাড়ানো যাবে বলে জানান, এই উদ্যোক্তা।
অভিনব এই উদ্যোগ গ্রামীন নারীদের কর্মসংস্থান বাড়াবে বলে মনে করেন জেলা প্রশাসক।
এ জাতীয় কুটির শিল্পের প্রসার ঘটলে বেকারত্ব ঘোচার আশা করে স্থানীয়রা।























