শিশুদের প্রতি যেন কোন প্রকার সহিংসতা না হয়, অভিভাবক এবং শিক্ষকসহ সংশ্লিষ্টদের এমন নির্দেশনা

- আপডেট সময় : ০১:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
শিশুদের প্রতি যেন কোন প্রকার সহিংসতা না হয়, অভিভাবক এবং শিক্ষকসহ সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের কবল থেকে শিশুদের রক্ষায় সচেতন হবার আহবান জানান তিনি। জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু কন্যা বলেছেন-২০৪১ এর উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে তৈরি হয়ে দায়িত্ব নিতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় আয়োজিত শিশুদের এ উৎসবে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা প্রাদুর্ভাব কমলে স্কুল খুলে দেয়ার আশ্বাস দেন তিনি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আর সংস্কৃতি চর্চার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন-দেশের যা কিছু অর্জন এবং যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে তার সবই আগামী প্রজন্মের জন্য। শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সচেতন হওয়ার পাশাপাশি উন্নত দেশ গড়তে নতুন প্রজন্মকে এখন থেকেই প্রস্তুতি নেবার আহবান জানান সরকার প্রধান।