তামিম ইকবাল একাদশকে হারিয়ে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে নাজমুল শান্ত একাদশ
- আপডেট সময় : ০৯:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের কুইন্সটাউনে একমাত্র প্রস্তুতি ম্যাচে জিতেছে নাজমুল শান্ত একাদশ। তামিম ইকবাল একাদশকে হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে। তামিমদের দেয়া ২৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় পায় নাজমুলের দল।
আগে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ৫ উইকেটে ২৩৩ রান তোলে তামিম একাদশ। সর্বোচ্চ ৬৬ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ মিথুন। ৪৬ রানে সঙ্গী স্থানীয় ক্রিকেটার বেনজি কুলহানে। এছাড়া শেখ মেহেদির ৩৮, মাহমুদউল্লাহর ৩৫ ও সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ২৮ রান। ৪২ রান খরচায় ৪ উইকেট নেন রুবেল হোসেন। জবাব দিতে নেমে লিটন, মুশফিক ও মেহেদী মিরাজের ফিফটিতে জয় পায় নাজমুল একাদশ। ৪০ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন শান্ত। ৫৯ রান করে একই পথে ডাগ আউটে যান লিটন। মেহেদী মিরাজ স্বেচ্ছায় ক্রিজ ছাড়ার আগে তোলেন ফিফটি। ৫৪ রানে মুশফিক আর সাইফউদ্দিন ১৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। একমাত্র উইকেটটি নিয়েছেন মুস্তাফিজ।










