নিঃশর্ত ক্ষমা চেয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ দুইজন
- আপডেট সময় : ০১:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
নিজ প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমে কর্মী নিয়োগের বিষয়ে আদালতের আদেশ পালন না করায়, আদালত অবমাননার অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ দুইজন হাইকোর্টের তলবে ভার্চুয়ালি হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এরপর তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় উচ্চ আদালত।
একই সঙ্গে গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পুনর্নিয়োগের বিষয়ে জারি করা রুলটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর ২২ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসকে তলব করে আদেশ দেন হাইকোর্ট। তাকে ১৬ মার্চ ভার্চুয়ালি হাজির হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ বাস্তবায়ন না করায় হাইকোর্ট এই আদেশ দেন।























