আসন্ন বইমেলার এবারের আসরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে

- আপডেট সময় : ০১:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আসন্ন বইমেলার এবারের আসরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হবে।
এছাড়া, মেলার চারপাশ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। মোবাইল পেট্রোলের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর থাকবে বলেও জানান তিনি। কৃষ্ণপদ রায় বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কোন বই যাতে মেলায় প্রদর্শিত না হয়, সেদিকে নজরদারি করা হবে। এদিকে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সচেতনতা নিয়ে সবাইকে সতর্ক থাকার কথা জানিয়ে তিনি বলেন, সব দশনার্থীকে অবশ্যই মাস্ক পড়ে মেলা প্রাঙ্গনে প্রবেশ করতে হবে। মেলায় স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে।আসছে ১৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এবারের বইমেলার উদ্বোধন করার কথা রয়েছে।