মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিল চেয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৬২৬ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিল চেয়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
নির্বাচন কমিশনে তিনি অভিযোগ করেন, হলফনামায় ৬টি ফৌজদারি মামলার তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হবে বুঝে এসব অভিযোগ করছেন শুভেন্দু। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের দ্বারস্থ হয়েছেন বিজেপির আইনজীবী সেলের সদস্যরা। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, নন্দীগ্রামে জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কায় এইসব অভিযোগ করছেন। তাতে কোনও লাভ হবে না। যে কোনও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে। কিন্তু কোন নোটিশ না পাঠালে সেই সংক্রান্ত তথ্য হলফনামায় জমা দেয়ার প্রয়োজন নেই।