প্রথম কোন বাংলাদেশির যুক্তরাষ্ট্রের পুলিশের নির্বাহী পদে যোগদান
- আপডেট সময় : ০৮:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন বাংলাদেশি-আমেরিকান পুলিশের উচ্চপর্যায়ের নির্বাহী পদে যোগ দিয়েছেন।
বিশ্বের সবচেয়ে আলোচিত ও শক্তিশালী পুলিশ বাহিনী হিসেবে পরিচিত এনওয়াইপিডির ক্যাপ্টেন পদে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী খন্দকার আবদুল্লাহ। বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হয়ে ১৯৯৩ সালে তিনি আমেরিকায় যান। নিউইয়র্কের বাংলাদেশিবহুল এলাকা কুইন্সের এস্টোরিয়া আর উডসাইড এলাকায় তাঁর বেড়ে ওঠা। ২০০৫ সালের সামারে নিউইয়র্কের পুলিশ বিভাগে যোগ দেন তিনি। কলেজে পড়ার সময় জব ফেয়ারে দেখেন, এনওয়াইপিডিতে লোক নেয়া হচ্ছে। প্রথমে অনেকটা খেয়ালের বশে খণ্ডকালীন ইন্টার্ন হিসেবে যোগ দেন পুলিশ বিভাগে। ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় সিদ্ধান্ত নেন পুলিশ ক্যাডেট হিসেবে যোগ দেয়ার। অভিবাসী পরিবারের সন্তান হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিজের ক্যারিয়ার গড়ে তোলার স্বপ্ন দেখতেন তিনি। ২০০৭ সালে পুলিশ অফিসার হিসেবে শপথ নেন খন্দকার আবদুল্লাহ।










