শিক্ষার্থী ইয়াছিনের চিকিৎসা নিরাপত্তা ও শিক্ষায় যেন কোন ব্যাঘাত না ঘটে : হাইকোর্ট
- আপডেট সময় : ০৮:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের ঘটনায় শিক্ষক মাওলানা ইয়াহিয়ার বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের আইনি পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট। একইসাথে নির্যাতনের শিকার শিক্ষার্থী ইয়াছিনের চিকিৎসা, নিরাপত্তা ও শিক্ষায় যেন কোন ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের বেঞ্চ এ নির্দেশ দেন। এ সময় মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান সংবিধান আইন মেনে পরিচালনার আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে চট্টগ্রামের মাদ্রাসার শিশু নির্যাতনের ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানাতে জেলা প্রশাসক, এসপি,ওসিকে নির্দেশ দেয়া হয়। রোববার রাষ্ট্রপক্ষ শিক্ষক ইয়াহিয়ার বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ প্রতিবেদন আকারে আদালতে জমা দেয়। প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার ও তাকে মাদরাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কারসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়।