নওগাঁয় এবার রেকর্ড পরিমাণ জমিতে গম চাষ হয়েছে

- আপডেট সময় : ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
নওগাঁয় এবার রেকর্ড পরিমাণ জমিতে গম চাষ হয়েছে। সেচ সাশ্রয়ী ফসল হিসেবে গম চাষে কদর বেড়েছে বরেন্দ্র অঞ্চলে। কৃষি বিভাগ বলছে, মৌসুমজুড়ে আবহাওয়া ভালো থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
একের পর এক চিনিকলগুলো বন্ধ হয়ে পড়ায়, আখ বাদ দিয়ে এখন গমেই ভরসা খুঁজছে নওগাঁর চাষিরা। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে ১৫ দিনের মধ্যেই ফসল ঘরে উঠবে। তবে, কৃষি বিভাগের সহায়তা না পাবার অভিযোগ করেন অনেকে।
গেলো বছর প্রতি মন গম বিক্রি হয় মাত্র সাত থেকে আট’শ টাকায়। এ বছর ভালো দাম পেতে ক্রয়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি ও রপ্তানির দাবি জানিয়েছে চাষিরা। ভৌগোলিক দিক থেকে নওগাঁ অঞ্চল গম চাষের উপযোগী বলে জানায়, কৃষি বিভাগ। মৌসুমে অনুকূল তাপমাত্রা ও পোকার আক্রমন না থাকায় লক্ষ্যমাত্রার বেশি ফলন আশা করছে তারা।
এ বছর জেলায় গম চাষ হয়েছে ২২ হাজার ছ’শ ১০ হেক্টর জমিতে। গত মৌসুমের চেয়ে অন্তত দু’হাজার হেক্টর বেশি জমি নতুন করে আবাদের আওতায় এসেছে।