মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের ঘটনায় নিরাপত্তা পরিষদের নিন্দা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
তবে চীন, রাশিয়া, ভারত ও ভিয়েতনামের ভেটোর কারণে পহেলা ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানকে ক্যু হিসেবে আখ্যা দিতে ব্যর্থ হয়েছে পরিষদ। এদিকে সেনা সরকার বিরোধী বিক্ষোভে আবারো গুলি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রেফতার করা হয়েছে প্রায় ২ হাজার আন্দোলনকারীকে। জান্তা সরকারের নির্দেশ না মেনে ভারতে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা জানালেন, আন্দোলনকারীদের ওপর সামরিক বাহিনীর নির্মম বর্বরতার কথা। আন্তর্জাতিক অঙ্গণে মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে কাজ করতে একজন লবিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতার নিয়ন্ত্রণে নেয়া সেনা সরকারের পক্ষে তদবির করার বিনিময়ে ২০ কোটি মার্কিন ডলার পকেটে পুরবেন ইসরাইলি-কানাডীয় আরি বিন-মেনাশি।