শ্বশুরের দেয়া আগুনে পুড়ে মরলো ১০ মাসের অন্তঃসত্ত্বা লিবা খাতুন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার দূর্গম আলোকদিয়া চরে মদ্যপ শ্বশুরের দেয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন ১০ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ লিবা খাতুন।
এ ঘটনায় আহত হয়েছে তার মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে পাবনায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ভোরে এই ঘটনা ঘটে।পুলিশ জানায়, আলোকদিয়া চরের কেটি আরদোসের ছেলে মোহাম্মদ জুলহাস ভোরে মদ্যপ অবস্থায় তাদের টিনের ঘরে আগুন লাগিয়ে দেন। ঘরের ভেতর শ্যালো মেশিনের তেল থাকায় ঘরটিতে দ্রুত আগুন লেগে যায়। এসময় ঘরে থাকা তার ১০ মাসের সন্তান সম্ভবা পুত্রবধূ লিবা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। গুরুতর আহত হন তার মেয়ের জামাই বিল্লাল হোসেন। শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করারও কথাও জানান এ পুলিশ কর্মকর্তা।
















