মহামারী করোনার প্রতিষেধক নিয়েছেন রাষ্ট্রপতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
মহামারী করোনার প্রতিষেধক নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বুধবার বিকেলে বঙ্গভবনে করোনার টিকা নিয়েছেন তিনি।এসময় তাঁর সহধর্মীনি রাশিদা খানমও করোনার প্রতিষেধক নেন।
সাংবাদিকদের এ তথ্য জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন। রাষ্ট্রপতির প্রেস সচিব আরো জানান, যথারীতি স্বাস্থ্যবিধি মেনেই প্রতিষেধক নিয়েছেন তাঁরা। পরে রাষ্ট্রপতি আবারো দেশবাসীকে করোনার টিকা নেয়ার আহ্বান জানান। একই সাথে মাস্ক পরা ও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। বৈশ্বিক এ সংকট মোকাবিলায় সম্মিলিত এবং আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।