অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশের সময় এক যুবক আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশের সময় রবিউল আলী নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।
সকালে হিলি রেলওয়ে স্টেশনের পেছনের সীমান্তবর্তী প্রাচীর টপকে ওই যুবক বাংলাদেশে প্রবেশ করে। এসময় সেখানে দায়িত্বরত বিজিবি সদস্য ধাওয়া করে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ৪-৫ দিন আগে সে অবৈধভাবে কাজের সন্ধানে ভারতে গিয়েছিল। পরে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলার পর হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।























