বিএসএফের বাধায় বাংলাদেশের ভেতরে পাশাপাশি দুটি গ্রামের মানুষের মধ্যে যাতায়াত বন্ধ হয়ে গেছে
- আপডেট সময় : ০১:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
বিএসএফের বাধায় বাংলাদেশের ভেতরে পাশাপাশি দুটি গ্রামের মানুষের মধ্যে যাতায়াত বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজনে কিংবা আত্মীয় স্বজনদের বাড়ি যেতে হলে হাঁটতে হয় প্রায় ১০ কিলোমিটার পথ। ভাঙনে পদ্মার সামান্য অংশ ভারতে ঢুকে পড়ায় এই জটিলতা। তবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বিষয়টি উঠলেও এখনো সুরাহা হয় নি।
রাজশাহী নগরীর থেকে পদ্মা পাড়ি দিয়ে ওপারে উঠলেই পড়বে চর মাঝাড়দিয়াঢ় ও চরখানপুর। ভারতীয় সীমান্ত লাগোয়া এ গ্রাম দুটির অবস্থান পাশাপাশি। তবে যাতায়াতের একমাত্র উপায় ছিল পদ্মার মূলধারা থেকে বের হয়ে আসা নদীপথই। বিয়েশাদী ছাড়াও কোনো উৎসব কিংবা জরুরি প্রয়োজনে হুটহাট করেই নৌকায় আসা-যাওয়া করতেন তারা। কিন্তু ভাঙনের কারণে নদীর সামান্য অংশ ভারতে ঢুকে পড়ায় গেল কয়েক বছর ধরে দুই গ্রামের বাসিন্দারা পড়েছেন বিপাকে।
এই এলাকার মানুষের প্রধান পেশা কৃষিকাজ ও গরু পালন। কিন্তু এই নৌপথটি বন্ধ হয়ে যাওয়ায় ফসল কেনাবেচার জন্য শহরে যেতে তাদের খরচ বেড়েছে কয়েকগুণ। এমন কি অসুস্থ হলেও এ নদীপথ দিয়ে হাসপাতালে যাওয়ারও সুযোগ নেই।
এদিকে বিজিবি জানিয়েছে, দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকেও এই সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। চরাঞ্চলের মানুষের সুবিধার জন্য নৌপথটি ব্যবহারে বাংলাদেশ-ভারতের মধ্যে শিগগিরই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছে তারা। এই নৌপথটি উন্মুক্ত হলে দুই গ্রামের বসবাসকারী প্রায় ২০ হাজার মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করার সুযোগ পাবে। রাজশাহী নগরীর সঙ্গেও চরাঞ্চলের যোগাযোগ স্থাপিত হবে সহজেই।
















