আজ ফেনী নদীতে নির্মিত মৈত্রী সেতু উদ্বোধন করবেন মোদী

- আপডেট সময় : ০১:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
আজ ফেনী নদীতে নির্মিত মৈত্রী সেতু উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি খাগড়াছড়ির সীমান্তঘেঁষা রামগড়ের সঙ্গে ভারতের সাব্রুমের সংযোগ স্থাপন করবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করা করার কথা রয়েছে। অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করা করার কথা রয়েছে। অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত থাকবেন। ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সেতুটি উদ্বোধনের ফলে ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রবেশের জন্য “গেটওয়ে অব নর্থ ইস্ট” হয়ে উঠবে। এটি সাব্রুম প্রান্ত থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। সেতুটি দুই দেশের মধ্যে পণ্য ও যাত্রীদের চলাচল সহজ করতে, উত্তর-পূর্ব রাজ্যের পণ্যগুলোর জন্য নতুন বাজারের সুযোগ তৈরি করতে এবং ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীদের নির্বিঘ্ন চলাচলে সহায়তা করবে।