মোংলা বন্দরে শুভেচ্ছা সফরে ভারতীয় যুদ্ধজাহাজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর দু’টি যুদ্ধজাহাজ ৩ দিনের শুভেচ্ছা সফরে মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
বাংলাদেশ নৌবাহিনী ঐতিহ্যবাহী রীতিতে জাহাজ দু’টিকে অভিবাদন জানানো হয়। নৌ বাহিনী মংলা’র অধিনায়ক—জাহাজের অধিনায়কদের ফুল দিয়ে স্বাগত জানান। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ নৌ-বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। ১৮ জন কর্মকর্তা ও ১৬০ জন নাবিকসহ যুদ্ধজাহাজ ‘কুলিশ’ এর নেতৃত্বে আছেন কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি এবং ২০ জন কর্মকর্তা ও ১৩০ জন নাবিকসহ যুদ্ধজাহাজ ‘সুমেদা’ নেতৃত্বে রয়েছেন কমান্ডার গৌরব দুর্গাপাল। সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা মোংলা ও খুলনার দর্শনীয় স্থান পরিদর্শণ করবে। তিনদিনের সফর শেষে জাহাজ দু’টি আগামী ১০ মার্চ বাংলাদেশ ত্যাগ করবে।










