মাগুরার দারিয়াপুরে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

- আপডেট সময় : ০৫:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মাগুরার দারিয়াপুরে অগ্নিদগ্ধে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। জুয়ার নেশাই তার মৃত্যুর কারণ বলে সংবাদ সম্মেলনে দাবি করেছে পুলিশ। জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, মৃত ব্যক্তির নাম এসকেন মোল্লা। তার নিজের গ্রাম গৌরিচরণপুর ছেড়ে দীর্ঘদিন তিনি ঝিনাইদহে বাস করছিল। ঘটনার দিন জুয়ার পার্টনার চাতাল শ্রমিক মিনহাজ, শহর আলী ও আনসার উদ্দিন একসঙ্গে জুয়া খেলে এসকেন মোল্লার কাছে হেরে যায়। ফলে রাগের বসবর্তী হয়ে প্রথমে তার মাথায় রড দিয়ে আঘাত এবং গলায় লোহার চেইন পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এসকেন মোল্লার মোবাইলের ভাঙ্গা অংশ থেকে তার পরিচয় সনাক্ত করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে জুয়ার পর্টনার মিনহাজ মোল্লা, আনসার উদ্দিন বিশ্বাস এবং শহর আলি নামে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা স্বীকার করেছে, হত্যার পর মরদেহ মেহগনি বাগানে নিয়ে আগুনে পোড়ানো হয়।