রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর এই প্রথম ৭ই মার্চ পালন করছে বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর এই প্রথম ৭ই মার্চ পালন করছে বিএনপি। ইতিহাসে যার যা প্রাপ্য তাকে তা দিতে চায় বিএনপি। এই উপলক্ষে বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে দলের পক্ষ থেকে।
১৯৭৫ সালের ৭ নভেম্বর ক্ষমতাসীন হওয়ার ৩ বছর পর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি গঠন করেন জিয়াউর রহমান। স্বাধীন বাংলাদেশে এই দল ৩ বার রাষ্ট্রক্ষমতায় আসে। সেই সঙ্গে বিরোধী দলের ভূমিকাতেও ছিল একাধিকবার। আত্মপ্রকাশের পর কখনোই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন ৭ই মার্চ পালন করেনি, বরং শুরু থেকেই দেশের রাজনীতিতে স্বাধীনতা বিরোধীদের জায়গা করে দেয়ার অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে।