মাটি কেটে সংস্কার করায় ঝুঁকিতে নেত্রকোনার ফসল রক্ষা বাঁধ
- আপডেট সময় : ০২:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
নিয়ম না মেনেই নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধের সংস্কার কাজ চলছে। বাঁধের পাশ থেকে মাটি কেটে সংস্কার করায় ঝুঁকি বাড়ছে। এতে ফসলহানির আশংকা করছে হাওড়বাসী। কোনো অনিয়ম পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানায়, পানি উন্নয়ন বোর্ড।
শস্যভান্ডার হিসেবে খ্যাত নেত্রকোনার মদন, খালিয়াজুরী, মোহনগঞ্জের ছোট-বড় ১৪০টি হাওরে প্রতি বছর হাজার-হাজার মন ধান উৎপাদন হয়। ফসল রক্ষায় রয়েছে ১৪৬ কিলোমিটার বেড়ি বাঁধ। প্রতিবছরই পানি আসার আগে এগুলো সংস্কার করা হয়। এবছরও ২৬ কোটি টাকা ব্যয়ে মেরামতের কাজ চলছে।
এখন পর্যন্ত ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তবে, নিয়ম না মেনে বাঁধের পাশ থেকেই মাটি কেটে সংস্কার করায় মারাত্মক ঝুঁকিতে পড়ছে সেগুলো। এছাড়া, অনেক জায়গায় বালু দিয়ে বাঁধ সংস্কার করা হচ্ছে বলে অভিযোগ করছে হাওরবাসী। সংস্কার কাজ দ্রুত শেষ করারও দাবি জানিয়েছে তারা।
বাঁধে পরিমাণের চেয়ে মাটি কম দেয়ার কথা স্বীকার করেছেন পিআইসির এক সদস্য।অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানায়, পানি উন্নয়ন বোর্ড।দ্রুত সংস্কার কাজ শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার, এমন আশাই করে নেত্রকোনাবাসী।
















