টিকা না নিলে হজের অনুমতি দিবেনা সৌদি সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:২১ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
এ বছর হজযাত্রীদের জন্য করোনা ভাইরাসের টিকা নেয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। একই সঙ্গে চলতি বছর হজের দায়িত্বে যেসব স্বাস্থ্যকর্মী কাজ করবেন, তাদের জন্যও করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ হাজিদের জন্য করোনাভাইরাসের টিকা নেয়া বাধ্যতামূলক করার নির্দেশ দেন । সৌদি স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র ড. মোহাম্মদ আল আবদুল্লাহ আলী বলেন, যারা করোনা ভাইরাসের টিকা নেবেন না, তারা হজ পালন করার অনুমতি পাবেন না। সরকারি বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হজ ও ওমরাহর জন্য টিকা কমিটি গঠন করা হবে– যাতে এ সময়ে সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীদেরও টিকার বিষয়টি নিশ্চিত করা যায়।