নেতিবাচক রাজনীতি না থাকলে আরো এগিয়ে যেতো বিএনপি: তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ অনেক এগুলেও বিএনপির দলাদলি ও নেতিবাচক রাজনীতি না থাকলে আরো এগিয়ে যেতো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
সদ্যপ্রয়াত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান স্মরণে বুধবার, জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বিএনপি জঙ্গিদের আশ্রয় দেয়, স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করে। এই নেতিবাচক রাজনীতি দেশের উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে চরম অন্তরায়। লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কারাগারে কোনো মৃত্যুই কাম্য নয়। কিন্তু এটি নিয়ে যেভাবে রাজনীতির মাঠ গরম করার অপচেষ্টা হচ্ছে, সেটি আরো অনভিপ্রেত। তদন্ত কমিটি রিপোর্ট জমা দিলে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর।