খালেদার স্বাভাবিক চিকিৎসা নিশ্চিত করলে টিকা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সরকার খালেদা জিয়ার স্বাভাবিক চিকিৎসা নিশ্চিত করলে,শারীরিক অবস্থা দেখে করোনা টিকা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবী
বুধবার হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি চেয়ারপার্সন এখনো অসুস্থ, আগে তার শারীরিক অবস্থার আরো উন্নত হওয়া দরকার। সরকার তার চিকিৎসা করার সুযোগ দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে কারাগারে যান খালেদা জিয়া। পরে সরকারের নির্বাহী আদেশে গত বছরের ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পেয়ে গুলশানের বাসায় যান খালেদা জিয়া।