এক নারীকে পিস্তল ঠেকিয়ে ৩ লাখ টাকা ছিনতাই, এসআইসহ ৩ পুলিশ আটক
- আপডেট সময় : ০৬:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১৬১৬ বার পড়া হয়েছে
কক্সবাজারে বাড়িতে ঢুকে এক নারীকে পিস্তল ঠেকিয়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে এসআইসহ পুলিশের ৩ সদস্যকে আটক করা হয়েছে। রিমান্ড আবেদনের জন্য মামলার আসামীদের আদালতে নেয়া হচ্ছে।
সোমবার রাতে শহরের মধ্যম কুতুবদিয়াপাড়ার বাসিন্দা রিয়াজ আহমদের স্ত্রী রোজিনা খাতুনের কাছ থেকে এই টাকা ছিনতাই করা হয়। স্থানীয়দের সহযোগিতায় ওই সময় এক পুলিশ সদস্য আটক হয়। পরে আটক করা হয় বাকি দুই পুলিশ সদস্যকে। গ্রেফতার তিন পুলিশ সদস্য হলেন– এসআই নুর হুদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, সাদা পোশাকে পুলিশ সদস্যরা ওই নারীর বাড়িতে গিয়ে পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ এসেছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। দ্রুত বিচার আইনে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে মামলা হয়েছে। রিমান্ড আবেদনের জন্য আসামীদের আদালতে নেয়া হচ্ছে।























