কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ
- আপডেট সময় : ০১:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং কার্টুনিস্ট কিশোরকে নির্যাতনের অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন।
কিশোরের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দ্রুত, স্বচ্ছ ও স্বতন্ত্র তদন্ত নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির হাইকমিশনার মিশেল বাশেলেট। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি। এছাড়াও বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের পুনর্বিবেচনার পাশাপাশি মত প্রকাশের কারণে এই আইনের আওতায় যাদেরকে আটক করা হয়েছে, তাদের অবশ্যই মুক্তি দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়টি দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে স্বতন্ত্রভাবে তদন্ত করা হচ্ছে, সরকারকে তা নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। মুশতাকের মৃত্যর বিচারের দাবিতে বিক্ষোভ চলাকালে পুলিশের হামলায় ৩৫ জন আহত এবং ৭ জন আটকের খবরেও উদ্বেগ প্রকাশ করেছেন হাইকমিশনার মিশেল বাশেলেট।
















