জান্তা সরকারের পদত্যাগের দাবিতে মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত

- আপডেট সময় : ০৯:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
জান্তা সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে মিয়ানমারের হাজার হাজার আন্দোলনকারী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ইয়াঙ্গুন ও দাওয়েই শহর। একই পরিস্থিতি মিয়ানমারের অন্যান্য শহরেও। এদিকে, মিয়ানমারে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশী সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। জাতিসংঘ মানবাধিকার কমিশন জানায়, শান্তিপূর্ণ সমাবেশে নিরাপত্তা বাহিনীর নজিরবিহীন দমন-পীড়ন ও গণগ্রেফতার গ্রহণযোগ্য নয়। পুলিশি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। রোববারের ঘটনায় সামরিক বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে হতাহতের ঘটনার জেরে জান্তা সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে জোটটি। এরই মধ্যে অভ্যুত্থানের জেরে মিয়ানমারে সব ধরনের সহায়তা বন্ধের পাশাপাশি দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছেন ইউরোপের দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা।