এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ নওগাঁ জেলা পরিষদ পার্ক

- আপডেট সময় : ০৬:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ নওগাঁ জেলা পরিষদ পার্ক। বন্ধ রয়েছে শিশু বিনোদন ও শরীর চর্চা কেন্দ্রটিও। সংস্কার কাজে ঠিকাদারের অনিয়মের কারণে এটি বন্ধ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
বেহাল অবস্থায় পড়ে আছে নওগাঁ জেলা পরিষদ পার্ক। তালা ঝুলছে মূল ফটকে। নতুন করে সাজাতে প্রায় দেড় কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয় জেলা পরিষদ। শুরু হয় অবকাঠামো উন্নয়ন ও সংস্কার। ৬মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও আজও তা হয়নি। গত এক বছর ধরে পড়ে আছে এই অবস্থায়।
এখনও বাকি মূল ফটক পুন:নির্মাণ এবং পায়ে হাঁটার রাস্তা ও সীমানা প্রাচীরের সংস্কার। ব্যায়ামাগার ও পাঠাগারে রঙ ও টাইলস বসানোর কাজও শেষ হয়নি। জেলা পরিষদ কাজ বন্ধ করে দেয়ায় কিছুটা দেরি হচ্ছে বলে জানায়, ঠিকাদার।
জেলা পরিষদের চেয়ারম্যানের দাবি, অনিয়ম করেছে ঠিকাদার।
প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ১০ আগস্ট। দ্রুত সংস্কারের মাধ্যমে পার্কটি ব্যবহার উপযোগী করার দাবি জানিয়েছে শহরবাসী।