জনগন ও প্রতিষ্ঠানকে বীমার অর্থ দাবি করার ক্ষেত্রে সততার পরিচয় দেয়ার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
জনগন ও প্রতিষ্ঠানকে বীমার অর্থ দাবি করার ক্ষেত্রে সততার পরিচয় দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবার এই খাতে কেউ যেন জনগনের অর্থ নিয়ে ছিনিমিনি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
জাতীয় বীমা দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দিয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসময় সরকার প্রধান আরো বলেন, বীমার ক্ষেত্র আরো প্রসারিত হওয়া উচিত। মানুষকে বীমার প্রয়োজনীয়তা সম্পর্কে জানাতে হবে। স্বাস্থ্যবীমার ক্ষেত্রে আরো সুবিধা যোগের আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, এক্ষেত্রে সরকার প্রণোদনা দিতে আগ্রহী। বৈশ্বিক করোনা মহামারিতে বীমার প্রয়োজনীয়তা আরো স্পষ্ট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে এ বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।























