রাজধানীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে তুমুল সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
রাজধানীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে তুমুল সংঘর্ষ হয়েছে। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোঁড়ে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের উদ্যোগের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সমাবেশ করতে দেয়নি পুলিশ। এসময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় ছাত্রদলের সমাবেশ। আহত হয়েছে বিএনপির নেতাকর্মীদের কয়েকজন। আহত হয়েছে পুলিশ সদস্যরাও । মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে দেয়া ‘বীর উত্তম’ বাতিলের উদ্যোগ নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।ঢাকা মেডিকেল থেকে ছাত্রদলের ৭ জনকে আটক করা হয়েছে।
















