অস্ট্রেলিয়াকে ৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড
- আপডেট সময় : ০৮:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ডানেডিনে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৯ রানের পাহাড়সম স্কোর তোলে কিউইরা। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২১৫ রান করতে সক্ষম হয় অজিরা। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভাল হয়নি নিউজিল্যান্ডের। ব্যক্তিগত ৩ রানে রিচার্ডসনের শিকার হন টিম সেইফার্ট। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন ওপেনার মার্টিন গাপটিল। দুজন মিলে গড়েন ১৩১ রানের জুটি। তবে ৯৭ রানে ফিরলেও দলকে বড় পুঁজি ঠিকই এনে দেন গাপটিল। কেন উইলিয়ামসন করেন ৫৩ রান। এদিন ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নিশাম।
শেষ দিকে ১৬ বলে ১ চার আর ৬ ছক্কায় ৪৫ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। জবাবে ব্যাট করতে নেমে ১১৩ রান তুলতেই ৬ উইকেট হারায় অজিরা। যদিও সপ্তম উইকেটে ৩৭ বলে ৯২ রানের জুটি গড়ে জয়ের আশা জাগিয়ে তোলে স্টয়নিস-স্যাম জুটি। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় শেষ হাসি হাসে স্বাগতিক নিউজিল্যান্ড।























