৭ই মার্চ পালনে বিএনপির সিদ্ধান্ত ইতিবাচক: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
৭ই মার্চ পালনে বিএনপির সিদ্ধান্ত দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক আবহ তৈরি করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় বঙ্গবন্ধুর পরিবারের কেউ হাওয়া ভবন সৃষ্টি করেনি বলেও জানান ওবায়দুল কাদের।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।দেশের রাজনীতিতে বঙ্গবন্ধু পরিবার সততা, মেধা ও সাহসের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা কেউই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেননি।
এ সময় ৭ই মার্চ পালনে বিএনপির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।এদিকে, সকালে কাওরানবাজারে ইংরেজি-দৈনিক বিজনেস ইনসাইডারের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে সমালোচনাকারীরাও এখন ভ্যাকসিন নিচ্ছেন।
তিনি আশা প্রকাশ করেন, ব্যাংক ও ব্যবসা-বাণিজ্যের যে কোন অনিয়মের তথ্য তুলে ধরতে বিশেষ ভুমিকা রাখবে নতুন এই গণমাধ্যমটি।























