পিলখানা হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচার কার্যকরের দাবী
- আপডেট সময় : ০২:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
পিলখানা ট্র্যাজেডির এক যুগ আজ। দিনটি পালনে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় বনানী সামরিক কবরস্থানে। বৃহস্পতিবার সকালে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক এবং নিহতদের স্বজনরা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় নিহতের স্বজনরা এ হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার কার্যকরের দাবী জানান। এছাড়াও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে এ হত্যাকাণ্ডের তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
পিলখানা হত্যাকাণ্ডের ১২ বছর আজ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব সকালে বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা নিবেদন করেন।এরপরে নিহতদের কররে দাঁড়িয়ে জিয়ারত করেন পরিবারের সদস্যরা, এসময় দু:খভারাক্রান্ত এবং কান্নায় ভেংগে পড়েন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে পিলখানা হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি জানান স্বজনরা।ভক্সপপ:স্বজনদের দাবি, নেপথ্যে কারা ছিল, সেটা বের করতে হবে, এবং হত্যাকান্ডের সুষ্ঠবিচার হতে হবে ।পরে শহীদবেদিতে ফুল দিতে আসেন বিএনপি, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।এসময় এই হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদের বের করে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিপথগামী বিদ্রোহী বিডিআর জওয়ানরা ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করে।























