গাইবান্ধায় নিয়ম-নীতি উপক্ষো করে গড়ে উঠছে একের পর এক ইট ভাটা
- আপডেট সময় : ০১:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় নিয়ম-নীতি উপক্ষো করে গড়ে উঠছে একের পর এক ইট ভাটা। এর বিষাক্ত কালো ধোঁয়া আর বর্জ্যে পরিবেশ বিপর্যয়সহ মারাত্মক হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। বিভিন্ন আবাসিক এলাকা ও ফসলি জমিতে এসব ভাটা স্থাপন করেছে প্রভাবশালীরা।
আইন অনুযায়ী ফসলি জমি ও ঘন বসতি এলাকার তিন কিলোমিটারের মধ্যে ইট ভাটা স্থাপন নিষেধ। কিন্তু, গাইবান্ধার বেশীরভাগ জায়গায় নিয়ম-নীতির তোয়াক্কা না করেই গড়ে উঠেছে ইট ভাটা। কাঠ ও নিম্নমানের কয়লা পোড়ানোর ফলে ভাটা থেকে নির্গত হচ্ছে প্রচুর পরিমানে কালো ধোঁয়া। এতে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসলসহ নানারকমের গাছ। বাতাসে ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ায় মারাত্মক হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।
পরিবেশ দপ্তরের ছাড়পত্র ছাড়া গড়ে ওঠা ইট ভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদীরা। ইতিমধ্যে ৩৮টি ইটভাটার মালিককে প্রায় দেড় কোটি টাকা জরিমানা করা হয়েছে বলে জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা। জেলার ১৪৬টি ইট ভাটার মধ্যে ২২টি ছাড়া বাকি সবগুলোই বেআইনিভাবে চলছে।










