দিনাজপুরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা

- আপডেট সময় : ০৮:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
গেল এক সপ্তাহে দিনাজপুরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে এখন ১৫ থেকে ২০ টাকা কেজিতে। জেলায় সারাবছর পেঁয়াজ চাষ অব্যাহত রাখতে, এবারই প্রথম আবাদ করা হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ। গতবারের চেয়ে দ্বিগুণ জমিতে পেঁয়াজ চাষ করে এখন ন্যায্যমূল্য নিয়ে উদ্বিগ্ন কৃষক। কৃষি বিভাগ বলছে, ন্যায্যমূল্য নিশ্চিতের বিষয়টি তাদের নয়।
গতবারের চেয়ে এবার প্রায় ১২শ’ হেক্টর বেড়ে দিনাজপুরে পেঁয়াজের চাষ হচ্ছে দু’ হাজার ৬৬০ হেক্টর জমিতে। ফলনও বেশ ভালো। এরি মধ্যে স্থানীয় জাতের পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। কিন্তু, অব্যাহত রয়েছে দরপতন। এক সপ্তাহে কেজি প্রতি দাম কমেছে ১৫ টাকা। উৎপাদন খরচ বিবেচনায় বর্তমানে লোকসানে রয়েছে কৃষক। দাম আরও কমার আশংকা করছে তারা।
তবে কম দামে পেঁয়াজসহ বিভিন্ন সবজি পেয়ে খুশি ক্রেতারা।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অফিস জানায়, দিনাজপুরে এবারই প্রথম গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই অঞ্চলে এবার এক লাখ ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে।