যশোরে রেলওয়ের জমির দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে যশোরে ভ্রাম্যামাণ আদালত।
সকাল ১০টার দিকে খুলনা থেকে আসা বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট হাফিজুল হক এ অভিযানে নেতৃত্ব দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যশোর রেলস্টেশনের পশ্চিম পাশে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান, বসতঘরসহ বিভিন্ন স্থাপনা তৈরি করে দখল করা হয়েছিল। বিভিন্ন সময় তাদের রেলওয়ের জায়গা ছাড়ার নোটিশ করা হলেও দখল ছাড়েনি কেউ। সেই কারণে সকাল থেকে সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।