জমে উঠেছে জামালপুর পৌরসভা নির্বাচন

- আপডেট সময় : ০৬:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
জমে উঠেছে জামালপুর পৌরসভা নির্বাচন। প্রার্থীরা ছুটছেন ভোটারদের ঘরে ঘরে। প্রথমবারের মতো ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্ত হওয়ায় সাধারণ মানুষের মাঝে কৌতূহল দেখা দিয়েছে।
নাওয়া-খাওয়া ভুলে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছে প্রার্থীরা। বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন ও ভোট চাইছেন তারা।
প্রতিপক্ষের বিরুদ্ধে পোষ্টার ছেঁড়া ও হুমকি দেয়ার অভিযোগ করেন, বিএনপি’র মেয়র প্রার্থী। তবে, আওয়ামী লীগের প্রার্থী তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী করেন।
যুবকদের কর্মসংস্থান ও নারী অধিকার বাস্তবায়নে কাজ করবে, এমন একজনকে মেয়র হিসেবে বেছে নিতে চান ভোটাররা।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আচরনবিধি লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায়, ইসি।
২৮ ফেব্রুয়ারির এই নির্বাচনে মেয়র পদে তিন, কাউন্সিলরে ৪০ ও সংরক্ষিত কাউন্সিলরে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। পৌরসভার মোট ভোটারের মধ্যে পুরুষ ৫২ হাজার ১৫১ আর নারী ৫৬ হাজার ৫৭৬ জন।