বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১০ কোটি টাকার সোনার বার উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম এয়ারপোর্টে আবুধাবী থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১০ কোটি টাকার সোনার বার উদ্ধার করেছে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের যৌথ দল।
এয়ারপোর্ট কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। সকাল ১০টার পর আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইটটি অবতরণ করলে ঘিরে ফেলেন গোয়েন্দারা। যাত্রীদের দেহ ও লাগেজ তল্লাসীর পর বিমানে তল্লাসী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। যার একটিতে ৯০টি এবং আরেকটি প্যাকেট থেকে ৬০টি বার উদ্ধার করা হয়। এর বাজার মুল্য ১০ কোটি টাকারও বেশী। বিষয়টি নিয়ে বিমানবন্দর থানায় চোরাচালানের মামলা দায়ের করা হয়েছে।
















